Published : Sunday, 29 September, 2024 at 12:44 PM
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
এর আগে, মাহমুদুর রহমানের আইনজীবীরা আদালতে এই মামলা মিথ্যা বানোয়াট বলে আদালতের কাছে উপস্থাপন করেন। বলেন, ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের কন্ঠস্বর রোধ করতে এমন নোংরা পাঁয়তারা করে। তার বিরুদ্ধে দেয়া হয় শতাধিক মামলা।
তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবা ও মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনার মামলার রায় হয়েছে, তাই তার পক্ষ আমরা জামিন আবেদন করিনি।
আইনজীবীরা বলেন, এই মামলা খারিজের বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব। মিথ্যা এই মামলা উচ্চ আদালত আবেদন সাপেক্ষে মাহমুদুর রহমান দ্রুত সময়ের মধ্যে ছাড়া পাবেন বলেও আশা করছেন তারা।
এসময়, বিগত সরকারের আমলে আইনের শাসন নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবীরা। বলেন, গত ১৫ বছর আইন আদালত সব কিছু চলতো শেখ হাসিনার ইচ্ছামতো।
আদালতে আত্মসমর্পণের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন, মাহমুদুর রহমান। জানান, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আর সেই মামলায় সাজাও হয়েছে তার। বলেন, এসব মামলা আমি আইনিভাবে মোকাবেলা করব।
এদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণ জুড়ে ছিল সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগারে পাঠানোর আদেশ শেষে মাহমুদুর রহমানকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়