মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইফতেখার আহমেদ বদরুল উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে বদরুলকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।