Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তিন দিনের রিমান্ডে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকের ■ ৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল ■ তুরস্কে রিসোর্টে আগুন, নিহত ৬৬ ■ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ■ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭ ■ আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার
Published : Monday, 30 September, 2024 at 1:12 PM

আদালত চত্বরে সাংবাদিক শফিক রেহমান

আদালত চত্বরে সাংবাদিক শফিক রেহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন।  

গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের পর সাংবাদিকদের শফিক রেহমান বলেন, মামলাটি ছিল পুরো মিথ্যা বানোয়টা মামলা। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন। এ সময় সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানান শফিক রেহমান। তিনি বলেন, লাল গোলাপের মতো অনুষ্ঠান করায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তা না হলে এই মামলা হতো না।

জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় জাসাস নেতা মোহাম্মদ উল্লাহসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দলের উচ্চ পর্যায়ের নেতারা  ঢাকা শহরের পল্টনে জাসাস কার্যালয়ে এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আসামিরা একত্র হয়ে বৈঠকে অংশ নেন। তারা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৬ সালের ১৬ এপ্রিল এই মামলায় শফিক রেহমান গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে পলাতক হন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ' বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্‌
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
Sunday, 5 January, 2025
সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
১৫ বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক মারুফ রাজু
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
১৩৪ কোটি টাকা কার, জানালে মুন্নী সাহা
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 4 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up