Published : Monday, 30 September, 2024 at 7:32 PM, Update: 01.10.2024 9:54:34 AM
চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর, এবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জলযান কাজ করেছে।
আগুন লাগা জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন। নাম ‘বাংলার জ্যোতি’। এটি একটি অয়েল ট্যাংকার জাহাজ। পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙর করা ছিল। জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ করে। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে তেল ছিল কি না বা থাকলেও কী পরিমাণ ছিল তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাতে পারেননি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ডলফিন জেটিতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে বন্দরের জলযান পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।