দখলদার ইসরায়েলি নানা সময়ে ফিলিস্তিনের ওপর আক্রমণ চালিয়ে বহু মানুষকে মেরে ফেলেছে তারা। তাদের প্রতিহত করতে এবার যুদ্ধে নেমেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে খুশির উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে।
শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতার ছবিও ছিল অনেকের হাতে।
ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। এর আগে এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলার পরও এই একই স্থানে জমায়েত লক্ষ্য করা যায়।
গতকাল মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় ২০০টি মিসাইল ছুড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড।
তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে।