Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা ■ সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ■ ক্রেতার সাধ্যের বাইরে যাচ্ছে সবজির দাম! ■ তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ■ ডিমের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা ■ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ বিচারক নিয়োগ ■ পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ নিহত
ডেঙ্গুসহ সব ভাইরাস থেকে বাঁচার দোয়া
Published : Wednesday, 2 October, 2024 at 12:16 PM

ডেঙ্গুসহ সব ভাইরাস থেকে বাঁচার দোয়া

ডেঙ্গুসহ সব ভাইরাস থেকে বাঁচার দোয়া

দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এ ধরনের ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূল (সা.)। সঠিক চিকিৎসার পাশাপাশি এ দোয়াগুলোও পাঠ করা যায় ভাইরাসজনিত বিভিন্ন রোগ থেকে পরিত্রাণ পেতে।

হজরত আব্দুল আজিজ (রহ.) বর্ণনা করেন, ‘আমি ও সাবিত একবার হজরত আনাস ইবনু মালিক (রা.)-এর কাছে গেলাম। সাবিত বললেন, হে আবু হামজা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস (রা.) বললেন, আমি কি তোমাকে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দিয়ে অসুস্থ ব্যক্তিকে ফুঁ দিয়েছিলেন তা দিয়ে ফুঁ দেবো? তিনি বললেন, ‘হ্যাঁ’। তখন আনাস (রা.) পড়লেন,

*আল্লাহুম্মা রাব্বান-নাসি, মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা শিফায়ান লা ইয়ুগাদিরু সাকামা। (বুখারি; মুসলিম)

অর্থ: হে আল্লাহ! আপনি মানুষের রব, রোগ নিরাময়কারী। (আপনি) আরোগ্য দান করুন, আপনি আরোগ্য দানকারী। আপনি ছাড়া আর কেউ আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।

কারও জটিল বা কঠিন রোগ হলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে পাশাপাশি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াগুলোর আমলও যথাযথভাবে করা জরুরি। আর তাতে মহান আল্লাহর অনুগ্রহে মানুষ রোগ-ব্যাধি থেকে দ্রুত সুস্থতা লাভ করবে, ইনশাআল্লাহ।

আরেকটি দোয়া, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে-

*রব্বি আন্নি মাছছা নিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহিমীন। (সুরা আম্বিয়া: ৮৩)

অর্থ: হে রব, আমি দুঃখ-কষ্টে পড়েছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।

ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হজরত আইয়ুব (আ.)। বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভুগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি। পবিত্র কোরআনে ৪টি সুরার ৮টি আয়াতে আইয়ুব (আ.)-এর কথা এসেছে।

পবিত্র কোরআন থেকে জানা যায় যে, হজরত আইয়ুব (আ.) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধৈর্য ধরে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান। এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান-সন্ততি, বন্ধু-বান্ধব সবাই তাকে ছেড়ে গিয়েছিল। এরপর মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেন।

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহান আল্লাহর প্রিয় হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই দোয়া ৩ বার পড়বে, মহান আল্লাহ তাকে বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। (তিরমিজি: ৩৬০৪)।

*দোয়াটি হলো: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
 ২৩ অক্টোবর হজের প্রাথমিক নিবন্ধন শেষ
আর্ন্তজাতিক ডেস্ক
Monday, 14 October, 2024
হজ নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 October, 2024
নামাজের সময়সূচি - ১২ অক্টোবর ২০২৪
ইসলাম ডেস্ক
Saturday, 12 October, 2024
নামাজের সময়সূচি: ১০ অক্টোবর ২০২৪
ইসলাম ডেস্ক
Thursday, 10 October, 2024
নামাজের সময়সূচি: ৯ অক্টোবর ২০২৪
ইসলামিক ডেস্ক
Wednesday, 9 October, 2024
নামাজের সময়সূচি: ৮ অক্টোবর ২০২৪
ইসলামিক ডেস্ক
Monday, 7 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up