উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে লিলের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্টেড পিয়েরে-মাউরওয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
একই সময়ে ঘরের মাঠ অনফিল্ডে লিভারপুলের প্রতিপক্ষ বোলোনিয়া। অন্যদিকে রাত ১টা ভিন্ন ম্যাচে অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুম দারুণ কাটছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। সবশেষ ৫ ম্যাচের ৪টিতে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইউসিএলেও শুরুটাও দারুণ করে মাদ্রিদ। প্রথম ম্যাচে স্টুগার্টকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু তারা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ লিল।
ফ্রান্সে এই ক্লাবটির বিপক্ষে যদিও আগে কখনো মুখোমুখি হয় রিয়াল তবে এ ম্যাচে জয়ের চেষ্টা করবে তারা। লিভারপুলেও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে জয় পেয়েছে। শিরোপার দৌড়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের চেষ্টা করবে।