Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা ■ সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ■ ক্রেতার সাধ্যের বাইরে যাচ্ছে সবজির দাম! ■ তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ■ ডিমের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা ■ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ বিচারক নিয়োগ ■ পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ নিহত
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল ঢাকা
Published : Wednesday, 2 October, 2024 at 9:28 PM, Update: 02.10.2024 9:36:04 PM

বৃষ্টিতে বহু এলাকার ফুটপাতও পানিতে ডুবে হয়ে গেছে

বৃষ্টিতে বহু এলাকার ফুটপাতও পানিতে ডুবে হয়ে গেছে

ক্রমেই যেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজধানী ঢাকা। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু থেকে কোমর পানি। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ঢাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক ঘণ্টা  ধরে চলা বৃষ্টিতে বহু এলাকার পানি ঢুকে যায় ফুটপাত উপচে দোকানের ভেতরেও। এতে যানজটে আটকে পড়েন নগরবাসী।

কারওয়ান বাজার থেকে অফিস ছুটির পর তুমুল বৃষ্টির মধ্যেই সিএনজিতে ওঠেন ফাহমিনা জ্যোতি। বাসায় ছোট বাচ্চা আছে। তাই যাবার তাড়া। কিন্তু মুষলধারে বৃষ্টি কাল হয়ে দেখা দিলো। অর্ধেক রাস্তায় সিএনজি নষ্ট। পরে বাধ্য হয়ে ভিজেই হাঁটুপানি মাড়িয়ে ধানণ্ডির বাসায় পৌঁছান তিনি।

জ্যোতি জানান, পানি হাঁটুর উপরে। ফুটপাত খুঁজে পাচ্ছিলাম না। অন্যদের পেছন পেছন হেঁটে ভিজে বাসায় এসেছি। একই অবস্থা আজ প্রায় সব সাধারণ চাকরিজীবীর। একদিকে বাড়ি ফেরার তাড়া, অন্যদিকে বৃষ্টি। এর সঙ্গে যানজট যেন অভিশাপের মতো দেখা দিয়েছে। গাড়িতে বসা শান্তিনগরের একজন জানান, গাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। পরে ড্রাইভারকে রেখে ময়লা পানি মাড়িয়ে হেঁটে বাসায় ফিরলাম।
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল ঢাকা

এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল ঢাকা









আবহাওয়া অধিদফতর সকালেই জানিয়েছিল, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দেশের আকাশে বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। একই কারণে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আবারও সাগরে লঘুচাপের শঙ্কা!
আবহাওয়া ডেস্ক
Sunday, 13 October, 2024
দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 October, 2024
ঢাকাসহ ৭ জেলায় ঝড়ের আভাস!
আবহাওয়া ডেস্ক
Saturday, 12 October, 2024
সকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 October, 2024
রাতে সারাদেশে ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 October, 2024
রাতেই আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিল্টন’
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 9 October, 2024
ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে বাগদাদ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up