বৃহস্পতিবার (৩ অক্টোবর) নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে ২৭৮ জন যাত্রী ছিল। খবর আল জাজিরা
দক্ষিণ কিভু রাজ্যের গভর্নর জেন জ্যাকিউস পুরিসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রকৃত অর্থে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে অন্তত তিনদিন সময় লাগবে। কারণ সবার মরদেহ এখনো পাওয়া যায়নি।
যাত্রী বোঝাই নৌকাটি দক্ষিণ কিভু রাজ্যের মিনোভা শহর থেকে আসছিল এবং এটি বৃহস্পতিবার সকালে গোমা থেকে ১০০ মিটার দূরে ডুবে যায়।
কঙ্গো সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এম২৩ এর মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে মানুষজন স্থল ভ্রমণের পরিবর্তে নৌকায় করে কিভু লেক পাড়ি দিয়ে গোমাতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে নৌকাগুলোতে অতিরিক্ত ছাত্রী বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।