Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ দগ্ধ ৭ শ্রমিক ■ উৎপাদনে যাচ্ছে ৯ চিনিকল ■ সারাদেশে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ১১৯৪ ■ বিকালে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ নিজ বিশ্ববিদ্যালয়ে আটক সাবেক এমপি ■ সেঞ্চুরির আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের ■ হঠাৎ পুলিশে বড় রদবদল
সহযোগী অধ্যাপক পদে ১১৮ চিকিৎসকের পদোন্নতি
Published : Friday, 4 October, 2024 at 3:28 PM

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ১১৮ জন সহযোগী অধ্যাপকের পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। এ ছাড়া, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টোবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে ([email protected]) প্রেরণ করতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন— অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০ জন, ইএনটি বিভাগের ১৭ জন, মেডিসিন বিভাগের নয়জন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের আটজন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আটজন, প্রস্থোডান্টিক্স বিভাগের ছয়জন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের ছয়জন, ডেন্টিস্ট্রি বিভাগের পাঁচজন, অর্থোডন্টিক্স বিভাগের পাঁচজন, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের পাঁচজন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পাঁচজন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের চারজন, থোরাসিক সার্জারি বিভাগের চারজন, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের তিনজন, পেডিয়াট্রিক বিভাগের দুইজন ও অফথালমোলজি বিভাগের দুজন।

এ ছাড়া, গাইনি অনকোলজি বিভাগের একজন, চর্ম ও যৌন বিভাগের একজন, ট্রপিক্যাল মেডিসিন বিভাগের একজন, প্যাথলজি বিভাগের একজন, বায়োকেমিস্ট্রি বিভাগের একজন, ভাইরোলজি বিভাগের একজন, মাইক্রোবায়োলজি বিভাগের একজন, রেডিওথেরাপি বিভাগের একজন ও সাইকিয়াট্রি বিভাগের একজন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 8 November, 2024
সাত দিনে ডেঙ্গুতে ৪০ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 7 November, 2024
ডেঙ্গু কাড়লো আরও ৬ প্রাণ, নতুন রোগী ১২৯৭
নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
১৪ হাসপাতালের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 November, 2024
ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যুর রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
Saturday, 2 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up