Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গ্রেপ্তার সাবেক এমপি রউফ ■ ‘সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই’ ■ রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ ইলন মাস্ক ■ আবারও জিতলেন দুই মুসলিম নারী ■ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে যা বললেন ড. ইউনূস ■ দুই দলের সঙ্গেই প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক: প্রেস সচিব
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করা হবে
Published : Monday, 7 October, 2024 at 7:32 PM

সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি, পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাতযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে।

সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে সেন্টমার্টিন প্রসঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। এটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় ১৯৯৯ সালে। ৯ সেপ্টেম্বর, ২০১৮ সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন ১ হাজার ২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিল। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়। ২০২৩ সালে পর্যটন নির্দেশিকাতে বলা হয়েছিল, সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার।

তিনি বলেন, আমি চাই সেন্টমার্টিন দ্বীপটা বাঁচুক। তাই এক মানুষ যাতে পাঁচবার সেখানে না যায়, সবাই যাতে এর সৌন্দর্য উপভোগ করতে পারে আমি সেই ব্যবস্থা করবো। 

উপদেষ্টা আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এর পক্ষে আমি নই। তবে সীমিত পর্যটক, নির্দিষ্ট সময় থাকাসহ কিছু সিদ্ধান্ত নেয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে।

তিনি আরও বলেন, সেন্টমার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
‘সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক
Thursday, 7 November, 2024
‘রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না’
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 6 November, 2024
সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হবে
নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up