Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল ■ দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে ■ কমলো এলপি গ্যাসের দাম ■ আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ■ প্রথম ভোটকেন্দ্রে কে কত ভোট পেলেন? ■ রাজধানী জুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী ■ গুম কমিশনে ১৬শ অভিযোগ, সবচেয়ে বেশি র‌্যাবের বিরুদ্ধে
সাবেক মন্ত্রীকে কার চাপে ছেড়ে দেয়া হয়েছে, জানালেন নুর
Published : Saturday, 12 October, 2024 at 4:45 PM

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

গ্রেপ্তারের দুই দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে বিদেশিদের চাপে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আপনারা মান্নান সাহেবের মতো নিরেট ভদ্র মানুষকে গ্রেপ্তার করলেন অথচ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলে না। সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে বিদেশের চাপে ছেড়ে দিলেন কেন? এই নীতি থেকে বের হতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেপ্তার কেন করেছিলেন।

আওয়ামী লীগের সাবেক নেতাদের গ্রেপ্তারের পর ছেড়ে দিলে দলটি আবার ভিন্নভাবে সামনে আসবে জানিয়ে নুর বলেন, আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্ন রূপে আবির্ভূত হবে। এরকম কিছু হলে আপনারাও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করলে পল্টন থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পরের দিন ছয়টি মামলা থেকে জামিন নিয়ে কারামুক্ত হন তিনি। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মাওলানা সাদ দেশে আসলে সরকারকেই পালাতে হবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up