Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নিত্যপণ্য আমদানিতে ব্যাংকে লাগবে না নগদ অর্থ ■ মানবাধিকার কমিশন চেয়ারম্যানের পদত্যাগ ■ শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত ■ ৫০ বছর পরেও মানুষ এ রায়ের কথা মনে করবে ■ ট্রাম্পের প্রেসিডেন্সিতে সম্পর্কে বড় পরিবর্তন হবে না ■ জলদস্যুদের গুলিতে জেলে নিহত, ১৯ জনকে অপহরণ ■ সংবাদমাধ্যমের ওপর আক্রমণ সহ্য করা হবে না
টাইগারদের ওপর তাণ্ডবলীলা চলার ম্যাচে রেকর্ডের বন্যা
Published : Saturday, 12 October, 2024 at 9:46 PM

টাইগারদের ওপর তাণ্ডবলীলা চলার ম্যাচে রেকর্ডের বন্যা

টাইগারদের ওপর তাণ্ডবলীলা চলার ম্যাচে রেকর্ডের বন্যা

বাংলাদেশের ক্রিকেটার আর সমর্থকদের জন্য দিনটা ভুলে যাওয়ার মতোই। এমন লজ্জাজনক দিন বোধহয় আর কখনও দেখেনি টাইগার ক্রিকেট। ঠিক কতটা লজ্জা? টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কারা সবচেয়ে বেশি রান হজম করেছে- এ প্রশ্নের উত্তরে যে দেশটার নাম আসে, সেটা যে বাংলাদেশ। হায়দরাবাদ টি-টোয়েন্টিতে রিশাদ হোসেন-তাসকিন আহমেদদের ওপর তাণ্ডবলীলা চালিয়ে ২৯৭ রান করেছে ভারত।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সুরিয়াকুমারের দল। একের পর এক চার ছক্কার রেশে কেঁপেছে হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়াম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর। সঞ্জু-সুরিয়াকুমারের শতরানের জুটিতে ইনিংসের শুরু থেকেই বিশাল সংগ্রহের পথে এগোতে থাকে মেন ইন ব্লু’রা।

সঞ্জু-সুরিয়াকুমারের তাণ্ডবে পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৭৬ রান। এদিন পাওয়ার প্লেতে ভিন্ন চার বোলার ব্যবহার করেন অধিনায়ক শান্ত। তবে স্বাগতিক ব্যাটারদের মারমুখি ভঙ্গিমায় খেই হারান প্রত্যেকেই।

ইনিংসের শুরুতে মাহেদী হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন। প্রথম ওভারে ৭ রান দেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম দুই বল ভালো করলেও তাসকিনের শেষ চার বলে টানা চারটি চার মারেন ওপেনার সঞ্জু স্যামসন। তৃতীয় ওভারে বল করতে এসে শুরুতেই অভিষেক শর্মাকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৪ রানে মাহেদী হাসানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। ক্রিজে আসেন স্বাগতিক অধিনায়ক সুরিয়াকুমার। তিনিও ব্যাট হাতে মারমুখি ভূমিকায় আবির্ভূত হন।

এরপরের গল্পটা সঞ্জু-সুরিয়াকুমারের। একের পর এক চার-ছক্কায় দুজন মিলে দিশেহারা করে ফেলেন টাইগার বোলার-ফিল্ডারদের।দুজন মিলে গড়েন ১৭৩ রানের জুটি। রিশাদ হোসেনের বলে টানা ৫টি ছক্কা হাঁকান সঞ্জু। ব্যক্তিগত ১১১ রানে পারভেজ হোসেন ইমনের বলে মোস্তাফিজের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন।

সঞ্জুর বিদায়ের কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফেরেন সুরিয়াকুমারও। ব্যক্তিগত ৭৫ রানে মাহমুদউল্লাহর বলে রিশাদ হোসেনের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর নতুন জুটি গড়েন পরাগ-পান্ডিয়া। এই দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৭ ও ৩৪ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২৯৭ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। এছাড়া ১টি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
Tuesday, 5 November, 2024
সন্দেহজনক সাকিবের বোলিং অ্যাকশন
ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 5 November, 2024
ঢাকায় আসছে আয়ারল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
Sunday, 3 November, 2024
আফগানিস্তানের বিপক্ষে জয় চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 November, 2024
১৫৯ রানে গুটিয়ে ফলোঅনে পড়ল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
Thursday, 31 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up