Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই’ ■ রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ ইলন মাস্ক ■ আবারও জিতলেন দুই মুসলিম নারী ■ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে যা বললেন ড. ইউনূস ■ দুই দলের সঙ্গেই প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক: প্রেস সচিব ■ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন শেখ হাসিনা
চলছে প্রতিমা বিসর্জন, বুড়িগঙ্গায় পুণ্যার্থীদের ঢল
Published : Sunday, 13 October, 2024 at 5:47 PM

ঢাকায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

ঢাকায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন

প্রতিমা বিসর্জন আর বিষাদের সুরে হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজা। দেবীকে বিদায় জানাতে রাজধানীতে বুড়িগঙ্গা নদীর তীরে জড়ো হয়েছেন হাজারো ভক্ত।

রোববার (১৩ অক্টোবর) দুপুর বেলা থেকে রাজধানীর বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নানঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। চারদিনের আনুষ্ঠানিকতা শেষে পঞ্চমদিনে মর্ত্যলোক থেকে বিদায় নেবেন দেবী দুর্গা।

বিসর্জন উপলক্ষ্যে ঢাকার সদরঘাট ও এর আশপাশ এলাকায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌ-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক নিরাপত্তা দিতে দেখা গেছে।

প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে ঢাকা মহানগর পূজা কমিটির পক্ষ থেকে পুরান ঢাকার সদরঘাট টার্মিনালের কাছে বিনা স্মৃতি স্নান ঘাটে অস্থায়ী প্রতিমা বিসর্জন মঞ্চ নির্মাণ করা হয়েছে। এই এলাকায় এবং বুড়িগঙ্গা নদীতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। নদীতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টন থানার পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীতে শুরু হয় বিসর্জন কার্যক্রম। এরপর একে একে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা তীরের বিনাস্মৃতি স্নানঘাটে আসেন পুণ্যার্থীরা।

এর আগে তিথির কারণে শনিবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে প্রথমে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা হয়। ওই পূজা শেষেই দশমীর লগ্ন হওয়ায় সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে করা হয় বিজয়া দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন।

রাজধানীতে সকাল থেকেই বিসর্জনের প্রস্তুতির পাশাপাশি সিঁদুর খেলার আয়োজন শুরু হয়ে যায়। রোববার বেলা ১১টা থেকে মন্দিরে মন্দিরে বিবাহিত নারীরা অংশ নেন সিঁদুর খেলা ও মিষ্টি দানের আয়োজনে। তাঁদের স্বামী-সন্তানরা এবং অনেক ভক্ত শেষবারের মতো দেবীকে প্রণাম জানাতে মন্দিরে মন্দিরে সমবেত হন।

শনিবার নবমীর দিন হওয়ায়, রোববার প্রতিমা বিসর্জন দেয়া হয়। বিষাদ ও আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দেন তারা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হলো দুর্গতিনাশিনীর বন্দনা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রাজধানীর যেখানে যাবেন না
দেশসংবাদ ডেস্ক
Thursday, 7 November, 2024
মঙ্গলবার রাজধানীর যেখানে যাবেন না
দেশসংবাদ ডেস্ক
Tuesday, 5 November, 2024
সোমবার রাজধানীর যেখানে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
রোববার রাজধানীর যেখানে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
Sunday, 3 November, 2024
মঙ্গলবার রাজধানীর যেখানে যাবেন না
দেশসংবাদ ডেস্ক
Tuesday, 29 October, 2024
একদিনে ট্রাফিক আইনে পনেরশোর বেশি মামলা
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up