আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এগারোতম আসর। এই আসরের আগে সোমবার হয়ে গেলো প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে সর্বমোট ৭টি দল নিয়ে মাঠে গড়াবে। এরই মাঝে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে ফেলেছে।
পুরোনো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। আগের চার দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল ছাড়াও নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা ড্রাফটে উপস্থিত ছিলেন। তবে নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিল। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম তাদের আগের নাম চট্টগ্রাম কিংস দিয়েই বিপিএলে ফিরছে। অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে।
কাগজে কলমে শক্তিশালী দল গঠন করেছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। স্থানীয় ও বিদেশি ক্যাটাগরিতে ভালো মানের সংগ্রহ তাদের। এছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসও ভালো দল গড়েছে।
এক নজরে বিপিএলের দলগুলো যেমন হলো-
ঢাকা ক্যাপিটালস:
সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই।
ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), মঈন আলী(ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।