Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এ দেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই ■ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ■ সোনার দাম আরও কমলো ■ এক কর্মস্থলে ৩ বছরের বেশি নয়, পরিপত্র জারি ■ অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলের কর্তব্য ■ কারও নামে হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা ■ গণ-অভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি, ফ্রি চিকিৎসা
প্লেয়ার্স ড্রাফট শেষে কেমন হলো সাত দলের স্কোয়াড
Published : Monday, 14 October, 2024 at 4:22 PM

অনুষ্ঠিত হয়ে গেল বিপিএলের ১১তম প্লেয়ার্স ড্রাফট

অনুষ্ঠিত হয়ে গেল বিপিএলের ১১তম প্লেয়ার্স ড্রাফট

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এগারোতম আসর। এই আসরের আগে সোমবার হয়ে গেলো প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে সর্বমোট ৭টি দল নিয়ে মাঠে গড়াবে। এরই মাঝে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে ফেলেছে।

পুরোনো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। আগের চার দল রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল ছাড়াও নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর প্রতিনিধিরা ড্রাফটে উপস্থিত ছিলেন। তবে নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিল। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম তাদের আগের নাম চট্টগ্রাম কিংস দিয়েই বিপিএলে ফিরছে। অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে।  

কাগজে কলমে শক্তিশালী দল গঠন করেছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। স্থানীয় ও বিদেশি ক্যাটাগরিতে ভালো মানের সংগ্রহ তাদের। এছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসও ভালো দল গড়েছে। 

শাকিব খান প্লেয়ার্স ড্রাফটে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও

শাকিব খান প্লেয়ার্স ড্রাফটে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও









এক নজরে বিপিএলের দলগুলো যেমন হলো-

ঢাকা ক্যাপিটালস:

সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই। 

ড্রাফট থেকে:  লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

সিলেট স্ট্রাইকার্স:

সরাসরি চুক্তিতে: জাকের আলী অনিক।

ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।

ড্রাফট থেকে:  রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন,  আরফাত সানি, রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ  টপলি (ইংল্যান্ড)। 

চিটাগং কিংস:

সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), মঈন আলী(ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।  

ড্রাফট থেকে:  শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কর্নেল  (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।  

দুর্বার রাজশাহী:

সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।

ড্রাফট থেকে:  তাসকিন আহমেদ, জিসান আলম,  ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম সুহাস, মোহর শেখ অন্তর।  

ফরচুন বরিশাল:

সরাসরি চুক্তিতে: তাওহীদ হৃদয়, ডেভিড মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলী (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।   

ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।  

রংপুর রাইডার্স:

সরাসরি চুক্তিতে:  মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)। 

ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।

ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার। 

খুলনা টাইগার্স:

সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)

ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।

ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক
Monday, 11 November, 2024
সাকিবের পর লঙ্কান লিগে আরো এক বাংলাদেশি
ক্রীড়া প্রতিবেদক
Monday, 11 November, 2024
আফগানদের হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 9 November, 2024
ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
ক্রীড়া ডেস্ক
Saturday, 9 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up