Published : Thursday, 24 October, 2024 at 10:52 AM
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌ-রুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা এ নৌরুটে ফেরিতে কয়েকশ পণ্যবাহী গাড়ি চলাচল করে।