পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসার কিছু সময়ের মধ্যে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার নাম প্রকাশ না করে জানান, রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে ঢাকা থেকে পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। যদিও শিডিউল অনুযায়ী ট্রেনটির ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছেড়ে আসার কথা ছিল। দুর্ঘটনার বিষয়ে মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়।
পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। এতে লাইনের পাত ভেঙে গেছে। এছাড়া ট্রেনের কয়েকটি চাকা নিচে খুলে যায়। ট্রেনের গতি কম ছিল। এই ঘটনায় কেউ হতাহত হননি।