Published : Saturday, 26 October, 2024 at 10:32 AM, Update: 26.10.2024 10:37:20 AM
বিশ্বে বায়ুদূষণের তালিকা প্রকাশ করেছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স। যেখানে শীর্ষে উঠে এসেছে এশিয়ার প্রভাবশালী দেশ চীনের বেইজিং শহর। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১১তম।
শনিবার সকাল ৮টা ৫১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে অবস্থান করা চীনের বেইজিং শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২২৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এ শহরের বায়ুর মানের স্কোর ২১৫, অর্থাৎ এই শহরের বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরটির দূষণ স্কোর ২০৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা।
এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে। এ শহরের দূষণ স্কোর ১২৩ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের জন্য ঢাকার বায়ু ক্ষতিকর অবস্থায় রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।