Published : Saturday, 26 October, 2024 at 11:46 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেশের সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে (সিএমএইচ) চিকিংসা দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন পর্যন্ত এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আন্দোলনে আহত ১ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর বলছে, আহত ২ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকাসহ দেশের ১০টি সিএমএইচে নেয়া হয়। তাদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৮৬৭ জন। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি সেবা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করতে তৎপর রয়েছে।