Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে আইনি নোটিশ ■ ট্রাইব্যুনালে র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের মামলা ■ ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ ■ ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে ■ টেন্ডারের ক্ষেত্রে সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে ■ মার্কো রুবিও হতে পারেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ■ পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
১৫৯ রানে গুটিয়ে ফলোঅনে পড়ল বাংলাদেশ
Published : Thursday, 31 October, 2024 at 2:15 PM

বাংলাদেশকে মাত্র ১৫৯ রানেই অলআউট করেছে প্রোটিয়ারা

বাংলাদেশকে মাত্র ১৫৯ রানেই অলআউট করেছে প্রোটিয়ারা

লাঞ্চের আগে তাইজুল ইসলামকে নিয়ে দারুণ প্রতিরোধ গড়েছিলেন মুমিনুল হক। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তিনি। তবে লাঞ্চের পর আর বেশি এগুতে পারেননি বাঁহাতি ব্যাটার, বাংলাদেশও গুটিয়ে গেছে দেড়শো পেরিয়ে।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর বাংলাদেশের ইনিংস থেমেছে ১৫৯ রানে। ফলোঅন এড়াতেই তখনো বাকি ছিলো ২১৭ রান। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৪১৬ রানে পিছিয়ে আবার ব্যাট করতে নামবে স্বাগতিক দল। 

আগের দিনের ৩৮ রানের ৪ উইকেট নিয়ে খেলতে নিয়ে তৃতীয় দিনের শুরুতে ফের খেই হারায় নাজমুল শান্তর দল। স্কোর বোর্ডে ১০ রান যোগ হতেই বিদায় নেয় আরও ৪ ব্যাটার। দলীয় ৪৬ রানের পর স্কোর বোর্ডে ২ রানের মাঝে সাজঘরে ফেরেন শান্ত, মুশফিক মিরাজ ও অঙ্কন। এর মাঝে রাবাদা একাই নেন ৩ উইকেট।

অধিনায়ক নাজমুল শান্তকে বিদায় করে দিয়ে বাংলাদেশের মিডল অর্ডারে প্রথম আঘাত হানেন রাবাদা। ব্যক্তিগত ৯ ও দলীয় ৪৬ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। পিটারসনের বলে জর্জির তালুবন্দি হন তিনি। এরপর মিরাজ-অঙ্কন দুজনকেই বিদায় করেন রাবাদা। অভিষিক্ত অঙ্কন ফেরেন শূন্য রানে।

অঙ্কনের বিদায়ের পর ক্রিজে আসেন তাইজুল। তাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন মুমিনুল হক। অর্ধশতক তুলে নেন মুমিনুল হক।

৮ উইকেটে ১৩৭ রান নিয়ে লাঞ্চের পর নেমে আরও ১৪ রান যোগ করে ফেরেন মুমিনুল। মুথুসামির বলে এলবিডব্লিউ হয়ে তার ৮১ রানের ইনিংস সমাপ্ত হয়। এরপর নবম উইকেটে ১০৩ রানের জুটি গড়া তাইজুলও দ্রুত ফিরে যান। কেশব মহারাজকে তার বলেই ক্যাচ দিয়ে ৩০ রানে থামেন তিনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক
Monday, 11 November, 2024
সাকিবের পর লঙ্কান লিগে আরো এক বাংলাদেশি
ক্রীড়া প্রতিবেদক
Monday, 11 November, 2024
আফগানদের হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 9 November, 2024
ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
ক্রীড়া ডেস্ক
Saturday, 9 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up