Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন ■ ইসকন নিয়ে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ■ ‘গুরুত্ব না দেয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে’ ■ মন্দ ঋণ দিয়ে ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রোরেল করা যেত ■ রেল লাইনের ওপরে বাবা-মেয়ের খণ্ডিত মরদেহ ■ আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না ■ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
Published : Friday, 1 November, 2024 at 10:29 AM

সদর উপজেলার পুরো এলাকা জুড়ে এ ধারা জারি হয়েছে

সদর উপজেলার পুরো এলাকা জুড়ে এ ধারা জারি হয়েছে

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জয়পুরহাট শহরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার পুরো এলাকা জুড়ে এ ধারা জারি হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর এই আইন জারি করেন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেক পক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমানের লোকজনদের বাদ রেখেছেন বলে অভিযোগ ওঠে। এ কারণে মতিয়র রহমানের পক্ষ তাদের অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। তারা অপরপক্ষের বিরুদ্ধে ২৯ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ করেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় মশাল মিছিল করেন এবং ৩১ অক্টোবর দুপুরে শহরের সড়কে মিছিল করেন। এছাড়া শুক্রবার পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দেন তারা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন ডেকেছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জন-সাধারণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা আছে। এ জন্য সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানতে চাইলে পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, ১৪৪ ধারা জারি হওয়ায় কোনো কর্মসূচি করার সুযোগ নেই। তাই আমরা আগামীকাল কোনো কর্মসূচি করবো না।

এ প্রসঙ্গে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি লাইন কেটে দেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
পাবনা প্রতিনিধি
Saturday, 16 November, 2024
ফেসবুকে পরিচয় থেকে বিয়ে অতপর...
বগুড়া প্রতিনিধি
Tuesday, 29 October, 2024
বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি
Monday, 21 October, 2024
বিএনপির দুই পক্ষর সমাবেশ, ১৪৪ ধারা জারি
পাবনা প্রতিনিধি
Monday, 21 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up