অপরাধ ঠেকাতে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বুড়িগঙ্গা পাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সজল আহমেদ (৩২) ও মো. তাজু (২৬)।
শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান চালিয়ে তা গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাঁধ বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে বিদেশি পিস্তলসহ দুই জন অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে থানা সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে সজল আহমেদ ও তাজু নামে দুই জনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্য মতে বাথরুমের ফ্ল্যাশ কমোডের পেছন থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।