Published : Sunday, 3 November, 2024 at 2:05 PM, Update: 03.11.2024 4:46:09 PM
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনগুলোতে যাতে এই ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
রোববার (০৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এদিকে মাজারে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় মির্জা ফখরুলকে। এ সময় তিনি এবং তার সহকারী ইউনুসকে দলের দুই নেতার গায়ে হাত তুলতেও দেখা যায়। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে। জনগনের দুর্বার প্রতিরোধে ফ্যাসিবাদকে নির্মুল করে আবারও যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এমন প্রত্যাশার কথা জানান।
নির্বাচন কমিশন পুনর্গঠন করে নতুন নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল। এ সময় চট্টগ্রাম সিটিকে আরও সুন্দর করে গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শাহাদাৎ হোসেনকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।
এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে বলেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
এদিন দুপুরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
তার অভিযোগ, বিএনপি নির্বাচনে জেতার জন্যই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। এটি জনগণ হতে দেবে না বলেও মন্তব্য করেন। এ সময় জাতীয় পার্টি ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি জানান।