Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তিতুমীর শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ■ সোনাজয়ী শুটার সাদিয়া মারা গেছেন ■ ৪ বার নয়, যতবার খুশি বিসিএস ■ বাংলাদেশে জাতিসংঘের শান্তিসেনা পাঠানোর প্রস্তাব মমতার ■ আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমালো পিএসসি ■ আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ ‘১০ শতাংশ মানুষের কাছে দেশের ৮৫ ভাগ সম্পদ’
সেন্টমার্টিন নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা রিজওয়ানা
Published : Monday, 4 November, 2024 at 12:18 PM

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, একইসঙ্গে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন সমন্বয় করছে সরকার।

সোমবার (০৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা জানান, সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।
 
বন্যপ্রাণীর অধিকার নিয়েও কথা বলেছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
 
বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং বলেও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

সম্প্রতি শিল্পকলায় ঘটা অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন। সরকার এমন কাজ সমর্থন করে না।
 
এ সময় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা ইস্যুতে তিনি বলেন, এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেয়ার অধিকার আছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা তাদের যৌক্তিক দাবি। নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সমান গুরুত্ব দিয়ে কাজ চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
সরকারি চাকরিতে পৌনে ৫ লাখ পদ শূন্য
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 1 December, 2024
বিসিএসে বাদ পড়ছে ‘ক্যাডার’ শব্দ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 1 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up