Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমালো পিএসসি ■ আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ■ ‘১০ শতাংশ মানুষের কাছে দেশের ৮৫ ভাগ সম্পদ’ ■ সরকারি চাকরিতে পৌনে ৫ লাখ পদ শূন্য ■ ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন ■ ইসকন নিয়ে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ■ ‘গুরুত্ব না দেয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে’
বিএনপিকে ‘মাইনাস’ করে নির্বাচনে জামায়াত!
Published : Tuesday, 5 November, 2024 at 10:22 AM

বিএনপিকে ‘মাইনাস’করে নির্বাচনে জামায়াতে!

বিএনপিকে ‘মাইনাস’করে নির্বাচনে জামায়াতে!

সরকার পতনের আন্দোলন তারা এক সঙ্গে করেছে। সরকারও পতন হয়েছে। প্রায় ২৫ বছরের জোটসঙ্গী বিএনপি ও জামায়াত। এবার বিএনপিকে  ছাড়াই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন আলোচনায় সংস্কারকে প্রাধান্য দিয়েছে দলটি। এরইমধ্যে দেড়শর বেশি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। বিভিন্ন সভা-সমাবেশে এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। 

তবে বিষয়টি নেতিবাচকভাবে দেখছে না বিএনপি। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, দুই দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন। তাই তারা তাদের মতো রাজনীতি করবে, বিএনপি তাদের মতো।

জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে দুই ধরনের প্রস্তুতি রেখে এগোচ্ছে। সেটি হচ্ছে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া এবং নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া। 

এই লক্ষ্যে এরইমধ্যে একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। তাদের লক্ষ্য- ধর্মভিত্তিক এসব রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে বেশি আসনে জয়ী হয়ে আসা।

জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে, তখন যে পরিস্থিতি বিরাজ করবে, সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়া হবে। সেটি এককভাবে, নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়া হবে, তা এখনই বলার সুযোগ নেই।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী জোট করার লক্ষ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াত ১৫ আগস্ট থেকে কাজ শুরু করেছে। এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, ১২-দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরায়েজী আন্দোলনের সঙ্গে তারা বৈঠক করেছে। 

এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির আবু জাফর কাসেমী, জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাসেমী, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলামসহ ব্যক্তিপর্যায়ে বিভিন্ন মাদরাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মতবিনিময় করেছেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না
ঝালকাঠি প্রতিনিধি
Monday, 2 December, 2024
ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 November, 2024
কোনো দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা আমাদের নেই
দেশ সংবাদ ডেস্ক
Friday, 22 November, 2024
যে কারণে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
 ‘জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না’
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত
কিশোরগঞ্জ প্রতিনিধি
Friday, 8 November, 2024
বিএনপিকে ‘মাইনাস’ করে নির্বাচনে জামায়াত!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up