যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ক্ষুদে শহর ডিক্সভল নচে দেশটির পূর্ব উপকূলের স্থানীয় সময় মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ১২টায় শুরু হওয়ার পরপরই শহরটির সব নিবন্ধিত ভোটারের ভোট গ্রহণ করা হয়।
শহরটির বিশেষ এই ঐতিহ্য যা ‘মিডনাইট ভোটিং’ হিসেবে পরিচিত চলছে গত ৬৪ বছর ধরে। রসায়নবিদ থেকে ব্যবসায়ীতে পরিণত হওয়া নিয়েল টেলিটসন ১৯৬০ সালে এই ঐতিহ্য শুরু করেন।
টেলিটসন প্রথম এই মধ্যরাতের ভোটের আয়োজন করেন আর এক্ষেত্রে আইনি অনুমোদনও পেয়ে যান। তারপর থেকে যুক্তরাষ্ট্রের একমাত্র নির্বাচনি ব্যতিক্রম হিসেবে ডিক্সভল নচে মধ্যরাতে ভোট গ্রহণ হয়ে আসছে। নিউ হ্যাম্পশায়ারের আইন ডিক্সভল নচের সব নিবন্ধিত ভোটার ভোট দেয়ার পর শহর কর্তৃপক্ষকে ভোট গ্রহণ বন্ধ করারও এক্তিয়ার দিয়েছে।
শহরটির বাসিন্দা খুব কম হওয়ায় দ্রুত ভোট গণনা করে সঙ্গে সঙ্গে ফল প্রকাশও করে দিতে পারে তারা।
ডিক্সভল নচের ভোটের ফলাফল এ পর্যন্ত নয়বার নির্বাচনের সঠিক ভবিষ্যদ্বাণী করতে পেরেছে আর সাতবার জনতার রায় তাদের সঙ্গে যায়নি।
২০২০ সালে শহরটির বাসিন্দারা সবাই জো বাইডেনের পক্ষে ভোট দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউজে গিয়েছিলেন ডেমোক্র্যাট এ প্রার্থী। আর ওই নির্বাচনে ডনাল্ড ট্রাম্প এখানে একটিও ভোট পাননি।
এবারের ২০২৪ এর নির্বাচনে যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী শহরটির ছয়জন নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়েছেন। তাদের মধ্যে চারজন মধ্যে চারজন রিপাবলিকান এবং দুইজন অঘোষিত ভোটার ছিলেন। ফল ঘোষণার পর দেখা যায়, হ্যারিস ও ট্রাম্পের মধ্যে টাই হয়েছে, হ্যারিস পেয়েছেন তিন ভোট আর ট্রাম্পও তিন ভোট।
শহরটির নিবন্ধিত ভোটারের চেয়ে সেখানে উপস্থিত সংবাদ কর্মীর সংখ্যা বেশি ছিল।
ডিক্সভল নচ তাদের মধ্যরাতের ভোটের ঐতিহ্য বজায় রাখলেও অন্য দু’টি শহর যারা এই ঐহিত্যের অংশ হয়ে উঠেছিল, সেই মিলসফিল্ড ও হার্টস লোকেশন এবার দিনের বেলা ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।