Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সাত বছরের দণ্ড থেকে মামুন হাইকোর্টে খালাস ■ ঐক্য যেন বাকশালে রূপান্তর না হয়, সতর্ক মঈন খানের ■ ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ বিকেলে ■ আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ■ গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না ■ নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ১১.৩৮ শতাংশ ■ ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী
যে কারণে ট্রাম্পের জয় চাইছেন ইসরায়েলিরা
Published : Wednesday, 6 November, 2024 at 1:12 AM

 যে কারণে ট্রাম্পের জয় চাইছেন ইসরায়েলিরা

যে কারণে ট্রাম্পের জয় চাইছেন ইসরায়েলিরা

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর করা একটি জরিপে দেখা গেছে দখলদার ইসরায়েলের সাধারণ মানুষ মার্কিন নির্বাচনে কমালা হ্যারিসের বদলে ডোনাল্ড ট্রাম্পের জয় কামনা করছেন।

নিজেদের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন আমেরিকানরা। সময়ের ভিন্নতার কারণে ৫০টি অঙ্গরাজ্যের একেক এলাকায় আলাদা আলাদা সময়ে শুরু হয়েছে ভোট। দেশটিতে ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) ভোটগ্রহণ হলেও ফলাফল কবে জানা যাবে, তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের মাঝে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এবার সেখানে ড্র করেছেন ট্রাম্প-কমলা। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা। দিনের প্রথম প্রহরে দেশটির স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়া-সহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির ইনডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যেও সকাল ৬টায় ভোটকেন্দ্র খুলে দেয়া হয়েছে।

দেশটির মেইন রাজ্যের প্রায় সব ভোটকেন্দ্র খুলে দেয়া হয়েছে সকাল ৬টায়। তবে দেশটির যেসব শহরের ভোটকেন্দ্রে ভোটার ৫০০ জনের কম রয়েছে, সেসব এলাকার ভোটকেন্দ্র স্থানীয় ১০টায় খুলে দেয়া হবে।

মার্কিন ব্যবস্থায় নাগরিকদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। নাগরিকদের ভোট ভাগ হয়ে যায় ৫৩৮টি নির্বাচক ভোটের মধ্যে। এই ভোটগুলোর বিন্যাস ঠিক করে দেয়, কে হবেন প্রেসিডেন্ট।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হামাসকে জিম্মি মুক্তির নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 December, 2024
শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 30 November, 2024
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 25 November, 2024
বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 14 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up