Published : Wednesday, 6 November, 2024 at 11:34 AM
নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বোমা হামলা হুমকি দেয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া’র ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্র্যাসনার বলেন, নির্বাচনের দিন শহর শান্তিপূর্ণ থাকলেও দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে রাজ্যে।
এর একটি ছিল মিথ্যা বোমা হামলার হুমকি, ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে এমন হুমকি দেয়া হয়েছিল। হুমকিগুলো রুশ সূত্র থেকে এসেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বোমা হামলার হুমকি পেয়ে ফিলাডেলফিয়ার সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। একটি কেন্দ্র টানা ২৩ মিনিট বন্ধ ছিল, পরে সে সময় বাড়ানো হয়। দ্বিতীয় ঘটনা ছিল, একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে বোমা হামলা করার হুমকি দেওয়ার পর তাকে আটক করা হয়।