Published : Wednesday, 6 November, 2024 at 11:47 AM
সেনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা কমে যাচ্ছে। ওহাইয়োতে ডেমোক্র্যাটিক সেনেটর শেররড ব্রাউনের পরাজয়ের পর সেনেট দখলের দ্বারপ্রান্তে রিপাবলিকানরা। এই মুহূর্তে ডেমোক্র্যাটদের জন্য খুব একটা আশার আলো নেই।
ডেমোক্র্যাটরা এরই মধ্যে দুটি আসন হারিয়েছে এবং মন্টানায় জন টেস্টার আরও একটি আসন হারানোর বড় ঝুঁকিতে আছেন। অন্য কোথাও ডেমোক্র্যাটরা জয় নিশ্চিত করতে না পারলে সেনেট রিপাবলিকানদের হাতে চলে যাবে। দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাস ইতোমধ্যেই হারানোর পথে।
নেব্রাস্কার ৬৯ শতাংশ ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী ড্যান ওসবোর্ন বর্তমান রিপাবলিকান ডেব ফিশারের বিপক্ষে সামান্য পিছিয়ে আছেন। তবে ওসবোর্ন জিতলেও সেনেটে তিনি ডেমোক্র্যাটদের সমর্থন দেবেন কি-না তা এখনও স্পষ্ট না।
আর যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দেন, তবে নেব্রাস্কায় কী ঘটলো তাতে কিছু যাবে আসবে না। একে রিপাবলিকানদের জন্য অত্যন্ত সফল রাত হিসেবেই দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। এপি’র মতে, ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট।