Published : Wednesday, 6 November, 2024 at 1:47 PM
বিশ্ব ইজতেমা সামনে রেখে তাবলীগ জামাতের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। মাওলানা সাদ কান্দালভির অনুসারী ও বিরোধী পক্ষের মধ্যে বিভক্তি আরও তীব্র হচ্ছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে সাদপন্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করেছেন।
তারা সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনও করেন। এর আগে, মঙ্গলবার ঢাকায় জুবায়েরপন্থী তাবলীগ জামাতের সদস্যরা একটি বড় সম্মেলন আয়োজন করেন, যেখানে তারা মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দিলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
এ বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭-৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি বেশ কয়েক বছর ধরে চললেও ২০১৭ সালের নভেম্বরে কাকরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মাধ্যমে তা প্রকাশ্যে আসে। ২০১৮ সালে ইজতেমা প্রাঙ্গণে সাদপন্থী মাওলানা সাদ কান্দালভির আগমনকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ হয়, যার ফলে তিনি দিল্লি ফিরে যান। তখন থেকেই তাবলীগ জামাত আনুষ্ঠানিকভাবে দুই ভাগে বিভক্ত হয়।
২০১৯ সাল থেকে আলাদাভাবে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীরা আয়োজক হিসেবে থাকেন।