জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মানুষের অর্থে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার টাঙ্গাইলে এক পরিবেশ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর একটি পরিবর্তিত গাইডলাইনের অধীন সাতটি সরকারি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, সেখানে নয়ছয়ের কথা শোনা যাবে না। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইডলাইনের কারণে অনেক প্রকল্প বাদ দেওয়া হয়েছে।
নতুন ইটভাটার অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সভ্য দেশে মাটি দিয়ে ইট বানিয়ে তা পুড়িয়ে ভবন বানায় না। তারা বিকল্পে চলে গেছে। আমাদেরও বিকল্পে যেতে হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, এখন পলিথিন একটি নিষিদ্ধ জিনিস। আর এই নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটিও নিষিদ্ধ। পলিথিন সস্তা- এ ধারণা ঠিক না। এটা ১০০ বছরেও পৃথিবী থেকে যাবে না।