Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নির্বাচনকে বিএনপি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল ■ সরকারের সিদ্ধান্ত মাথা পেতে নেবে র‍্যাব ■ ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত ■ ভারতে বসে হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের ■ আবারও বাড়ল স্বর্ণের দাম ■ বঙ্গভবনে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ■ বিসিএস পরীক্ষায় বয়স সর্বোচ্চ ৩২ করে বিধি সংশোধন
শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত
Published : Thursday, 7 November, 2024 at 8:57 PM

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ করেছেন, মঙ্গলবার এ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। সেখানে শেখ হাসিনাকে 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী ভারত নাকি 'নির্বাসিত প্রধানমন্ত্রী' হিসেবে বিবেচনা করছে। জবাবে রণধীর জয়সোয়াল বলেছেন, আমরা এখান থেকে আগেও বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।

৫ আগস্ট ভারতে যাওয়ার পর থেকেই দেশটিতে তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও তাদের সম্পদের ওপর হামলার পেছনে 'চরমপন্থীরা' রয়েছে বলে ভার‍ত মনে করে।  চট্টগ্রামে হিন্দুদের ধর্মীয় সংগঠনকে লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'উত্তেজনা সৃষ্টিকারী' পোস্ট দেয়া হয়েছে। এরপর হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'আমরা জানতে পেরেছি, এই ধরনের পোস্ট দেয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে চরমপন্থীরা রয়েছে।  যা আরও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে। তাই বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আমরা আবারো বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাজারি গলিতে উদ্ধার অভিযান চালাতে গেলে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয় এবং ভারী ইট-পাটকেল ছোড়া হয়। এই হামলার পেছনে হিন্দুত্ববাদী সংঠন ইসকন-জড়িত বলে গতকাল বুধবার জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এই হামলায় পুলিশ ও সেনা সদস্যসহ যৌথ বাহিনীর বেশ কয়েকজন আহত হন।

এছাড়া, যে ব্যবসায়ীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনা, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। 
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় রুপি
আর্ন্তজাতিক ডেস্ক
Tuesday, 10 December, 2024
দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 9 December, 2024
নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 7 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up