Published : Thursday, 7 November, 2024 at 11:33 PM
দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তিনি।
ট্রাম্প আগামী চার বছর দেশটির প্রেসিডেন্ট থাকবেন। তার এবারের শাসনামল নিয়ে দুশ্চিন্তায় সাধারণ ফিলিস্তিনিরা। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের নতুন শাসনামল ফিলিস্তিনিদের জন্য আরো খারাপ হতে পারে।
কারণ, যখন তিনি প্রথমবার প্রেসিডেন্ট হন তখন ফিলিস্তিনিরা বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছে।
কাতারের দোহাভিত্তিক সংস্থা মিডল ইস্ট কাউন্সিলের বিশ্বসম্পর্ক বিষয়ক গবেষক ওমর রহমান জানিয়েছেন এমন শঙ্কার কথা।
তিনি বলেছেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ফিলিস্তিনিরা কঠোর চারটি বছর পার করেছিল। কিন্তু ইসরায়েলের যুদ্ধের কারণে এবারের আমলটি আরো খারাপ হতে পারে। বিশেষ করে পশ্চিমতীরের বাসিন্দাদের আতঙ্ক বাড়বে। তাদের শঙ্কা গাজার গণহত্যা পশ্চিমতীরে নিয়ে আসবে দখলদার ইসরায়েল।’