Published : Saturday, 9 November, 2024 at 11:45 AM
সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। ২ উইকেট হারিয়ে দলীয় শতকও স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ফলে ৯২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় আফগানিস্তান।
শনিবার (০৯ নভেম্বর) সিরিজ বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য প্রথম ওয়ানডের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানো। আর আফগানিস্তানের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
এ ম্যাচের আগে কিছুটা হলেও অস্বস্তিতে বাংলাদেশ। কারণ সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আঙুলের চোটে আগামী ১ মাস মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
ম্যাচের আগের দিন গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলছিলেন, `দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।’
প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা স্বীকার করে নিয়েছেন মেহেদি মিরাজ। তবে এখনো সিরিজ জেতার সুযোগ দেখছেন তিনি।
বাংলাদেশের এ অলরাউন্ডার আরও বলেন, আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।
মুশফিকুর রহিম না থাকাটাও দলের জন্য ক্ষতি। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন জাকের আলী অনিক।
মেহেদি মিরাজ আরও বলেন, মুশফিক ভাইয়ের চোট আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই দলে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কারণ, তিনি যেভাবে ক্রিকেট খেলেন এবং দেশকে সার্ভিস দিয়ে গেছেন, সেটা অসাধারণ।