টি-২০ ও টেস্টের পর ওয়ানডে অভিষেক জাকের আলী অনিকের। মুশফিক রহিম ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এই উইকেটরক্ষকের। আফগানিস্তানের বিপক্ষে তাকে সঙ্গী করে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আগে ম্যাচে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ এ ম্যাচে পরিবর্তন এনেছে মোট ২টি। মুশফিকের জায়গায় ঢুকেছেন জাকের। রিশাদ হোসেনকে বাদ করে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। এই বাঁহাতি সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন।
প্রথম ওয়ানডেতে ২৩ রানে বাংলাদেশের ৮টি উইকেট নিয়ে জিতেছিল আফগানরা। সেই একাদশ নিয়েই আজ খেলতে নামছে তারা। ওই ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন আল্লাহ গজনফর।