Published : Saturday, 9 November, 2024 at 11:58 PM, Update: 10.11.2024 12:21:47 AM
সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ বলেছেন হত্যা, গুম, খুনের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি ও আওয়ামী লীগ পরিষ্কারের শর্তে দলটির নেতৃত্বে আসার কথা বিবেচনা হতে পারে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃত্বে আসার প্রশ্নে তিনি এসব শর্ত দেন। এদিন ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামালের সঞ্চালনায় ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সোহেল তাজ বলেন, ‘যারা হত্যা, গুম, খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন পরিষ্কার হবে, তারপরে তারা যদি চায় আমি নেতৃত্বে আসি, তখন বিবেচনা করব তার আগে নয়।’
তিনি আরও বলেন, ‘যখন সংগঠন হিসেবে আওয়ামী লীগ আত্মসমালোচনা শুরু করবে, তাদের কর্মকাণ্ডগুলো যখন স্বীকার করবে, আত্মোপলব্ধি করবে, যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে তারা জবাবদিহি করবে, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার প্রশ্ন তখনই আসবে।’