Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন ■ ইসকন নিয়ে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ■ ‘গুরুত্ব না দেয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে’ ■ মন্দ ঋণ দিয়ে ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রোরেল করা যেত ■ রেল লাইনের ওপরে বাবা-মেয়ের খণ্ডিত মরদেহ ■ আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না ■ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে
ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
Published : Sunday, 10 November, 2024 at 10:00 AM

এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ

এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৪৪ ফিলিস্তিনি। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫০ জন ছাড়িয়ে গেছে। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) গাজার আল আকসা নামের এক হাসপাতালের ভেতর অবস্থিত আশ্রয়কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাহর এ আশ্রয় শিবিরে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসময় বেশ কয়েকজন নিহত হয়। আহত হয়েছেন অনেকে।

বিগত ছয় মাসে গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। নিহতদের প্রায় ৪৪ শতাংশ শিশু এবং ২৬ শতাংশ নারী। বেশির ভাগেরই বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপকভাবে ইসরায়েলের হামলা এত বেশিসংখ্যক প্রাণহানির পেছনের একটি বড় কারণ।
 
এদিকে ইসরাইলের এমন বর্বরতার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার। একই সঙ্গে রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের আর প্রয়োজন নেই বলেও জানিয়েছে কাতার।
 
কূটনৈতিক এক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ও হামাস- দু’পক্ষকেই কাতার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধবিরতির চুক্তিতে আন্তরিকভাবে যেতে রাজি না হবে, ততক্ষণ দোহা এ বিষয়ে আর মধ্যস্থতা করবে না।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কাতারে হামাস নেতাদের আশ্রয় না দেয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি সে আহ্বানে সাড়া দিয়েই হামাসকে দেশ থেকে বের করে দিয়েছে কাতার। সিএনএন এর প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে দেয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় হামাসের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কাতার।
 
যদিও শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাসের কার্যালয়গুলো বন্ধ করে দেয়ার বিষয়ে এই ধরনের প্রতিবেদনগুলো ‘ভুল’। হামাসের কর্মকর্তারাও দোহায় তাদের কার্যালয় বন্ধের এই দাবি অস্বীকার করেছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ইসরায়েলি হামলায় গাজায় ৪৭ ফিলিস্তিন নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Monday, 2 December, 2024
মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক এরদোয়ানের
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 30 November, 2024
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০০
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 30 November, 2024
নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 29 November, 2024
দখলদার ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Friday, 29 November, 2024
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 27 November, 2024
ইসরায়েলি হামলায় গাজায় ৩৫ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক
Monday, 25 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up