ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলফাজ উদ্দিনকে (৫৭) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোরের বেনাপোল চেকপোস্টে তাকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আলফাজ ৬ নম্বর ওয়ার্ডের চুড়ামনকাঠি এলাকার গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি তিনি।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসান এবং চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, ইমিগ্রেশনে পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য এলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার নিজ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেপ্তার করা হয়। সব কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।