নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রুবেল নামে এক ব্যক্তি জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।