Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংক-আইএমএফের সন্তোষজনক সাড়া
Published : Thursday, 24 October, 2024 at 11:24 AM

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা ২০২৪

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা ২০২৪

পর্যাপ্ত মনিটরিংয়ের অভাব ও ব্যাংকিং ব্যবস্থায় দূর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন সময়ে পাচার হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার। বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক কারিগরি ও নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন সংস্থা দুটির বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটন যাওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বিশ্বব্যাংক সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে স্থানীয় সময় মঙ্গলবার ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের সদর দপ্তরে দেশের চলমান অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বব্যাংক-আইএমএফের কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলছে। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী আন্তর্জাতিক সংস্থাগুলো।

বার্ষিক সভার দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে আইএমএফ। যাতে সংস্থাটি বলেছে, এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৪ শতাংশ। এদিন প্রকাশিত গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে বলা হয়, এখনো বহু দেশে অনিশ্চয়তা রয়ে গেছে মুদ্রা ব্যবস্থাপনা ও চড়া সুদহার নিয়ে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশকে এ খাতে স্থিতিশীলতা ফেরাতে সহায়তা দেবে আইএমএফ।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এবারের বার্ষিক সভা বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা ফেরাতে একাধিক পক্ষের সঙ্গে বৈঠক করেন নতুন বাংলাদেশের আর্থিক খাতের নীতিনির্ধারকরা। অবশ্য আগের সরকারের সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও লাখ লাখ কোটি টাকা লোপাট সত্ত্বেও অর্থ উপদেষ্টা ওই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসাই করেছেন বিশ্বব্যাংকের সভায়। এমনকি আইএমএফ ও বিশ্বব্যাংকও প্রশংসায় ভাসিয়েছে বাংলাদেশকে। 

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ১৯৯০-এর পরের সব সরকারই এ দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখেছে, এটা অনস্বীকার্য। এখানে কোনো সরকারকেই বাহবা দেওয়া বা কাউকে হেয় করার মতো একক কোনো বিষয় নির্ভর করে না।

এদিন প্রকাশিত গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে বলা হয়, এখনো বহু দেশে অনিশ্চয়তা রয়ে গেছে মুদ্রা ব্যবস্থাপনা ও চড়া সুদহার নিয়ে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশকে এ খাতে স্থিতিশীলতা ফেরাতে সহায়তা দেবে আইএমএফ।

অর্থ উপদেষ্টা বলেন, নব্বই-পরবর্তী সব সরকারই এই কৃতিত্বের দাবিদার। সরকারের পাশে থাকবে উন্নয়ন সহযোগীরা, সেই প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। দুর্যোগপ্রবণ ৬৮টি দেশের অর্থমন্ত্রীদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির এই নিম্নগতি নিয়ে মোটেও চিন্তিত নয় সরকার। বরং ধাক্কা সামলে ভালো কিছুর প্রত্যাশা রয়েছে।

চলমান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)’র বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ববাসী নতুনভাবে জানল বাংলাদেশকে। হলভর্তি বিভিন্ন দেশের মন্ত্রী ও অতিথিদের সামনে জমাকীর্ণ মঞ্চে বসে থাকা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা চেয়ার থেকে উঠে এসে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের হাত চেপে ধরে বললেন, সালেহ উদ্দিন আহমেদ আমার সাবেক সহকর্মী। ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ আমার আগেরই চেনা। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে সেখানে ব্যাপক সংস্কার কার্ষক্রম নিয়েছে অন্তর্বর্তী সরকার।

জর্জিয়েভার এমন সম্বোধনে পুরো হল রুমে তখন মুহুর্মুহু হাত তালি। বৈঠকে আইএমএফ বিভিন্ন দাতা সংস্থার ঋণ পরিষদ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে। 

ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, তারা লোন পরিশোধেও ভালো করছে। নানা রকম সংকটে থেকে কিস্তি খেলাপি হয়নি। দেশটি নতুন করে কিছু ঋণের প্রস্তাব দিয়েছে আমরা সেগুলো নিয়েও ইতিবাচক চিন্তা করছি।

বাংলাদেশ কত টাকা ঋণ সহায়তা পেতে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমরা টাকার অঙ্ক তাদের কাছে তুলে ধরেছি। আলটিমেটলি তারা কত টাকা দেবে বিশ্বব্যাংক তাদের বোর্ডে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে নতুন বাংলাদেশ গড়তে অর্থ চাওয়ার অঙ্ক শুনে বিশ্বব্যাংক আঁতকে উঠেনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমরা ব্যাংকের একীভূত করব কিনা সেটি আগামী মাস থেকে পরিষ্কার হবে। এখন ব্যাংকগুলোর মূলধন, সম্পদ ও দায় এর তথ্য পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে অডিটর দিয়ে এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি অ্যাসেসমেন্ট আগামী মাসে শুরু করব। তথ্যগুলো পাবার পর আরো ব্যাংক একীভূত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের রোডম্যাপ চক আউট করা আছে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক ড. লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ একটি স্ট্রাকচারাল রিফর্মসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সেটি চাচ্ছি তার চেয়ে বেশি পরিমাণ অর্থ দিতে প্রস্তুত রয়েছে তারা। সঠিকভাবে ব্যয় করতে পারলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যেকোনো পরিমাণ অর্থ পাওয়া যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে আর্থিক এবং কারিগরি সহযোগিতা দিতে সম্মত হয়েছে উন্নয়ন সহযোগীরা।

দেশসংবাদ/এমএম/এমএইচ


আপনার মতামত দিন
লেবাননে দুই মাসে নিহত দুই শতাধিক শিশু
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 19 November, 2024
শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 October, 2024
বৈশিক ক্ষুধা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
এম. মোশাররফ হোসাইন
Friday, 11 October, 2024
রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিন জন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 9 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up