Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত ■ ভারতে বসে হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের ■ আবারও বাড়ল স্বর্ণের দাম ■ বঙ্গভবনে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ■ বিসিএস পরীক্ষায় বয়স সর্বোচ্চ ৩২ করে বিধি সংশোধন ■ ১২ জেলায় নতুন পুলিশ সুপার ■ মন্ত্রণালয়ে বিস্ফোরণ, সহকর্মীদের সঙ্গে নিহত মন্ত্রী
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি
Published : Tuesday, 12 November, 2024 at 12:19 PM

ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর আগে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ছিলেন। কিন্তু জিয়াউর রহমান আবারও তা টাঙিয়েছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি মেডিক্যাল ক্যাম্পে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পর্যায় যাদের অবদান আছে, তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মত সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেয়া উচিৎ হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি।
 
এ সময় আওয়ামী লীগ শাসনামলের সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল। বিএনপির সাথে যুক্ত থাকার কারণে পদোন্নতি দেয়া হয়নি অনেককে। রাজনৈতিক কারণে বঞ্চিত করা হয়েছে তাদের। একই পদে ১৫ থেকে ১৬ বছর চাকরি করেছেন তারা।
 
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করত তাহলে তাকে পালাতে হতো না। তিনি জানেন কাকে কাকে গুম করা হয়েছে, কার প্রতি অন্যায় করেছেন। অন্যায় করলে তাকে পালাতে হবে। অবিচার করলে নিজ দেশে থাকতে পারবেন না কেউ।
 
আজকে যারা সচিব-স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের কোনো অবদান নেই। তারা গণতন্ত্রের জন্য মিছিলও করেননি বরং ঠেকানোর চেষ্টা করেছেন। ড্যাবের কোনো ডাক্তার ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করেন। আন্দোলনের পক্ষে ছিলেন যেসব ডাক্তাররা আজ শেখ হাসিনা টিকে থাকলে তাদের চাকরি থাকত না-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা শেখ হাসিনার দোসর।
 
এর আগে সোমবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। ওই দিন দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। 

ছবিতে দেখা গেছে, উপদেষ্টা শপথ গ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথ গ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

ছবিটি পোস্ট করে মাহফুজ লেখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
‘লেডি ফেরাউনকে ভারত সমর্থন দিচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 December, 2024
শুরু হয়েছে বিএনপির তিন সংগঠনের লংমার্চ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 December, 2024
এবার বিছানার চাদর পোড়ালেন রিজভী
রাজশাহী প্রতিনিধি
Tuesday, 10 December, 2024
র‌্যাব বিলুপ্ত চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up