Published : Thursday, 14 November, 2024 at 10:41 AM, Update: 14.11.2024 11:55:03 AM
বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্ত বলে মন্তব্য সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার।
বুধবার ঢাকা সেনানিবাসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কর্নেল ইন্তেখাব হায়দার বলেন, সেনাবাহিনী প্রশাসনকে ৬০ দিন সহায়তা করবে তথ্যটি সঠিক নয়। ৬০ দিনের জন্য নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত। কারণ সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে, সরকারই নির্ধারণ করবে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন।
তিনি আরো বলেন, মানবাধিকার লঙ্ঘন বা বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে- যেকোনো পরিস্থিতিতে যেন আমরা বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হতে না দেই, সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা প্রতিরোধ করার।
এই সেনা কর্মকর্তা বলেন, মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। যে ঘটনাগুলো ঘটছে আপনারা সেগুলো জানতে পারছেন। এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছু প্রতিরোধ করা সম্ভব হয়েছে, এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না।