Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত ■ ভারতে বসে হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের ■ আবারও বাড়ল স্বর্ণের দাম ■ বঙ্গভবনে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ■ বিসিএস পরীক্ষায় বয়স সর্বোচ্চ ৩২ করে বিধি সংশোধন ■ ১২ জেলায় নতুন পুলিশ সুপার ■ মন্ত্রণালয়ে বিস্ফোরণ, সহকর্মীদের সঙ্গে নিহত মন্ত্রী
"ইনি অত্যন্ত ত্যাড়া প্রকৃতির লোক"
Published : Saturday, 23 November, 2024 at 9:24 AM

এএমএম নাসির উদ্দীন

এএমএম নাসির উদ্দীন

বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভদ্রলোক অত্যন্ত ত্যাড়া প্রকৃতির, তিনি বিএনপি-জামাত সরকারের সময় জ্বালানি মন্ত্রানালয়ে সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং গোটা সচিবালয়ে তিনি সৎ মানুষ হিসাবে খ্যাত ছিলেন।

তথ্যে জানা যায়, তিনি তাঁর নিজ পুত্রের জন্যও একটা বিশেষ ব্যাপারে তদবির করেননি। 

সে সময়ে দ্রুত বিদ্যুত সমস্যা সমাধানের জন্য "কুইক রেন্টাল" পাওয়ার প্ল্যান্টের আইডিয়া সরকারের কাছে দেয়া হয়।

সে আইডিয়া নাকি এই ব্যক্তির কারণেই ফ্লোট করা হইছিলো।

এই ভদ্রলোক এবং ওই সময়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান কুইক রেন্টালের সরাসরি বিরোধিতা করে এক পর্যায়ে পদত্যাগের হুমকিও দেন। 

এগুলি আমার অনুসন্ধানী তথ্য!
আমি যদি ভুল না করে থাকি তবে

যে যাই বলুক উনারে দিয়ে কারো পক্ষেই নির্বাচন রিগ করানো অসম্ভব। 

এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন সরকারি কর্মজীবনে উচ্চ র‍্যংকিং পাওয়া বাংলাদেশের সদ্য নিয়োগ প্রাপ্ত ১৪তম প্রধান নির্বাচন কমিশনার জনাব, এএমএম নাসির উদ্দীন।

তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়াতে। তিনি সেখানে ১জুলাই ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।

নাসির উদ্দিন কৃতিত্বতার সহিত স্কুল ও কলেজ জীবনে সমাপনী টেনে ১৯৭৭ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর শিক্ষকতা দিয়ে কর্ম জীবনে পা রাখেন।

এর দুবছর পর ১৯৭৯ সালে তিনি বিসিএস এ উত্তীর্ণ হয়ে একজন প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসাবে সরকারি কর্ম জীবন শুরু করেন।
তিনি জ্বালানি মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগ সরকারের শুরুর সাল ২০০৯ এ অবসরে যান। 

জনাব, নাসির উদ্দিন গত দিন (২১নভেম্বর ২০২৪) রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কতৃক নিয়োগে পেয়ে বাংলাদেশের ১৪ তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

জাতির পাহাড় পরিমাণ প্রত্যাশা নিয়ে দায়িত্ব গ্রহণ করা এই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের হাতেই রয়েছে আগামী নির্বাচন তথা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। 

আল্লাহ তাঁর ওপর অর্পিত এই গুরু দায়িত্ব তাঁকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন! আমিন


লেখক: সিনিয়র সাংবাদিক | সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি।
Email: [email protected]


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
-এস.এম রিয়েল রোমান
Saturday, 23 November, 2024
তারেক রহমানের দেশে ফেরা যে কারণে জরুরি
ড. মোর্শেদ হাসান খান
Wednesday, 23 October, 2024
শ্রদ্ধা হে মমতাময়ী মা
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
Wednesday, 11 September, 2024
বর্ণবৈষম্য এখন মহামারি!
বেলাল হোসেন রাজু
Friday, 14 June, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up