Published : Saturday, 23 November, 2024 at 10:42 AM
গেলো কয়েকদিন ধরে রাজধানীর ঢাকার বাতাসের মান খারাপ যাচ্ছে। শনিবার সকাল ৬টায় এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ সূচকে ঢাকা দূষণের মাত্রা ২৪১। যা অস্বাস্থ্যকর।
অন্যদিকে গতকালের মতো বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে আরব আমিরাতও।
শনিবার সকাল ৬টায় এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা
—০—৫০: ভালো
—৫১—১০০: সন্তোষজনক
—১০১—২০০: মাঝারি
—২০১—৩০০: খারাপ
—৩০১—৪০০: খুব খারাপ
—৪০১—৪৫০: ভয়ানক
—৪৫০ +: অতি ভয়ানক
সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লিতে দূষণের মাত্রা ৪৮৯, যা গুরুতর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে দূষণের মাত্রা ৩৬০। এই শহরেও দূষণ ভয়াবহ পর্যায়ে রয়েছে। ভারতের কলকাতা শহর রয়েছে বায়ুদূষণের চতুর্থ অবস্থানে, যেখানে দূষণ মাত্রা ১৮৬, এর অবস্থাও খারাপ পর্যায়ে রয়েছে।