Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া ■ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা ■ সালমান ও তার দুই প্রতিষ্ঠানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক ■ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ■ ‘বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ গঠনের ইঙ্গিত’ ■ রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত ■ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক দাবি বার সভাপতি
পাকিস্তানে ইমরান খানের এক হাজার সমর্থক গ্রেপ্তার
Published : Thursday, 28 November, 2024 at 6:47 PM

 বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের চার সদস্য নিহত হন

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের চার সদস্য নিহত হন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের প্রায় ১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। পিটিআই নেতা ইমরানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় তিন দিনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রাজধানী পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী জানান, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে মোট ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়েছিল বলে জানায় সরকার।

এর আগে, বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের চার সদস্য নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনী সাহসের সঙ্গে বিক্ষোভকারীদের দমন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

ঘোষণা মতো পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে প্রবেশ করেন। এরপর ইসলামাবাদের ডি-চকে জড়ো হন তারা। এ সময় বিক্ষোভকারীরা রেড জোন এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হাতে দমন করে। এ সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা।

এ সময় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পালিয়ে যান। এরপরই বিক্ষোভ স্থগিতের ঘোষণা দেয় পিটিআই।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, রাজধানীতে প্রবেশ করার পর বিক্ষোভকারীদের ওপর বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 14 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up