Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন ■ ইসকন নিয়ে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ■ ‘গুরুত্ব না দেয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে’ ■ মন্দ ঋণ দিয়ে ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রোরেল করা যেত ■ রেল লাইনের ওপরে বাবা-মেয়ের খণ্ডিত মরদেহ ■ আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না ■ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে
রেলস্টেশনে আগুন, ২ শতাধিক যানবাহন পুড়ে ছাই
Published : Saturday, 30 November, 2024 at 7:41 PM

পার্কিং এলাকাটির একটি বড় অংশ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে

পার্কিং এলাকাটির একটি বড় অংশ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২০০টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ( ৩০ নভেম্বর) ভোরে এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী। ফায়ার ব্রিগেড এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। একটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের একটি পানি সরবরাহ পাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনে পানি ছিটাতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে।

খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং স্থানীয় পুলিশের দলও উপস্থিত হয় বলে জানান কর্মকর্তারা।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। জিআরপির সিও কুনওয়ার বাহাদুর সিং গণমাধ্যমকে বলেন, কিছু সাইকেলও পুড়ে গেছেআগুন শর্ট সার্কিটের কারণে লেগেছিল। আমরা আরও তদন্ত করছি।

ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সাইকেল রেলওয়ে কর্মচারীদের বলে জানা গেছে।

রেলওয়ের এক কর্মচারী বলেন, আমি রাত ১২টার দিকে বাইক পার্ক করেছিলামগাড়ি পার্কিং এলাকায় থাকা একজন আমাকে জানিয়েছিলেন যে, রাত ১১টার দিকে একটি শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছে। কয়েক ঘণ্টা পর, একজন যাত্রী আমাকে জানালেন যে বাইরে বিশাল আগুন। আমি বাইক বের করে অন্য পাশে রেখে এসেছিএর কিছুক্ষণ পরেই আগুন পার্কিং এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রেলস্টেশনে আগুন, ২ শতাধিক যানবাহন পুড়ে ছাই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 30 November, 2024
চিন্ময়-ইসকন ইস্যুতে নতুন করে যা বললো ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 29 November, 2024
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হলো
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 28 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up