Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের মতবিনিময় ■ ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের ■ ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না ■ বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল ■ আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আন্দোলন চলবে ■ আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা ■ জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ডিসেম্বরের প্রথম দিনেই ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
Published : Sunday, 1 December, 2024 at 10:42 PM

শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে দেশে

শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে দেশে

শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে দেশে। এবার এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। আর আজ শীতের মাস ডিসেম্বরের প্রথম দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৪৯৪ জনের মৃত্যু হলো।

গত বছর দেশে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। গত বছরের ১ ডিসেম্বরেও ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছিল।

রোববার (০১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ২৩৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৪, খুলনা বিভাগে ৯১, বরিশাল বিভাগে ৬৭, রাজশাহী বিভাগে ৫৪, ময়মনসিংহ বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১১ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৮ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ হাজার ৩৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫৪ জন নারী ও ২৪০ জন পুরুষের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯ হাজার ৫৫৯ জন রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৬ হাজার ৮৮২ জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৬ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপর দিকে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০৯ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৮৯ জনের।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
এইচএমপি ভাইরাস নিয়ে দেশে সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
সারাদেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 11 January, 2025
দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
পদোন্নতি পেয়ে অধ্যাপক ১১ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 1 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up