Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মেডিকেল ভর্তিতে কোটা থাকবে কি না সিদ্ধান্ত রাষ্ট্রের ■ ৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ' বন্ধ ■ সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি ■ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন ■ পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত ■ ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়তে হবে ■ ‘কোটা না মেধা’ স্লোগানে উত্তাল শহীদ মিনার
রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-গুলি
Published : Monday, 2 December, 2024 at 10:46 AM

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-গুলি

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধির জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা অস্ত্রসহ মহড়া দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে থেকে গুলির খোসা উদ্ধার করে।

এর আগে গত ১৬ নভেম্বর সংবাদ প্রকাশের জেরে জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনা ঘটে। সেসময় ইট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয় হামলাকারীরা। জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও তার বাড়িতে গুলির ছোড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রূপগঞ্জ প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিকদের সংগঠনগুলো।

জাহাঙ্গীর মাহমুদের অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের অনুসারী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ সাধরণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

জাহাঙ্গীর মাহমুদ বলেন, তিনি কালবেলা পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় রূপগঞ্জের ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমনসহ ৪০ থেকে ৫০ জনের এক দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে।

এসময় হামলাকারীরা জাহাঙ্গীর মাহমুদকে ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। হুমকি দেয় ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। পরে এলাকাবাসী ছুটে এলে ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

সে মামলায় রোববার দুপুরে দুই আসামি নারায়ণগঞ্জের আমলি আদালতে জামিন আবেদন করলে আদালত রাব্বিল নামে একজনকে কারাগারে পাঠায়। এর জেরে রাত সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর মাহমুদকে হত্যার উদ্দেশে ঘরের জানালা দিয়ে গুলি ছুড়ে হামলকারীরা। এসময় জাহাঙ্গীরসহ তার পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরির্দশক মিজানুর রহমান বলেন, সাংবাদিকের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করছে। তবে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

হামলার বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান বলেন, তিনি এর সঙ্গে জড়িত নয়। ওই সাংবাদিকের বাড়িতে আগের হামলার ঘটনায় ইতোমধ্যে ইয়াসিনকে দল থেকে বহিষ্কার করা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
৩৩ বছরের পুরনো ‘ভোরের কাগজ' বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্‌
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
Sunday, 5 January, 2025
সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
১৫ বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক মারুফ রাজু
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
১৩৪ কোটি টাকা কার, জানালে মুন্নী সাহা
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 4 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up