Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের মতবিনিময় ■ ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের ■ ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না ■ বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল ■ আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আন্দোলন চলবে ■ আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা ■ জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া
Published : Wednesday, 4 December, 2024 at 10:18 PM

সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা

সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা বাস মালিক ও শ্রমিকদের ধাওয়া দেন।

পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক সেনাবাহিনী-নৌবাহিনীর সদস্য ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সময়ন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাস করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিল। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন বাস শ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেন। সেখানে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হন। এ সময় দুইজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যান। একপর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম বলেন, রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুলনায় আসছিলেন। তাকে বসার সিট দেননি পরিবহনের সদস্যরা। তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে দিয়ে তাকে বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে মারধর করেন। এমন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের থামানোর সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা অবরোধ করে রয়েছেন। সেনাবাহিনী ও নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।   

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 22 January, 2025
‘কোটা না মেধা’ স্লোগানে উত্তাল শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 17 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up