Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তিন দিনের রিমান্ডে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকের ■ ৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল ■ তুরস্কে রিসোর্টে আগুন, নিহত ৬৬ ■ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ■ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭ ■ আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
Published : Sunday, 8 December, 2024 at 11:44 PM, Update: 09.12.2024 10:10:21 AM

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। লাল বলে পাওয়া আত্মবিশ্বাস যেন সাদা বলেও টেনে এনেছে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ফিফটি পেয়েছেন তানজিদ তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন।

সৌম্য-লিটনের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজটা ভালোভাবে করেছেন তানজিদ তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা তামিম এক প্রান্তে রানের চাকা সচল রেখেছেন। ব্যক্তিগত ফিফটি করেছেন মাত্র ৪৬ বলে। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। ৬০ রান এসেছে তার ব্যাট থেকে।

প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেনও ভালো শুরু পেয়েছিলেন। তবে ফিরেছেন ২৮ রান করে। রোমারিও শেফার্ডের বলে ডিপ স্কোয়ার লেগে জেইডেন সিলসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

একাধিকবার জীবন পাওয়া মিরাজ ফিফটির দেখা পেয়েছন। তবে তার ব্যাটিং ছিল কিছুটা ধীরগতির। শেষ পর্যন্ত ১০১ বলে ৭৪ রান করে বাংলাদেশ অধিনায়ক ক্যাচ দিয়েছেন শর্ট একস্ট্রা কাভারে।

শেষদিকে মাহমুদউল্লাহ ও জাকের আলি দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাহমুদউল্লাহ ফিফটি করেছেন ৪৩ বলে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। আর জাকেরের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৪৮ রান।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
 বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 22 January, 2025
সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
কিংস অ্যারেনায় ফর্টিজের বাস ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 January, 2025
নেপালকে ৫২ রানে অলআউট করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
Saturday, 18 January, 2025
টানা ৮ জয়ে প্লে-অফে রংপুর
ক্রীড়া ডেস্ক
Friday, 17 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up